জেসিআই বাংলাদেশ থেকে TOYP ২০২৫ পুরস্কারে ভূষিত মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ

ঢাকা, বাংলাদেশ | ডিসেম্বর ২০২৫ — মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ বাংলাদেশে সামাজিক কাজ ও শিশুর অধিকার রক্ষায় ১৪ বছরের নিবেদিত অবদানের স্বীকৃতিস্বরূপ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) বাংলাদেশ কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ Ten Outstanding Young Persons (TOYP) ২০২৫ পুরস্কারে ভূষিত হয়েছেন।
TOYP পুরস্কারটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অন্যতম সম্মানজনক স্বীকৃতি, যা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী তরুণ নেতৃত্বকে সম্মানিত করে।

আরিয়ান আরিফের প্রতিষ্ঠিত মজার ইশকুল “পথশিশু মুক্ত বাংলাদেশ” — এই সাহসী ভিশন নিয়ে কাজ করে আসছে। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠানটি ২,৩০০ জন পথশিশুকে বিনামূল্যে শিক্ষা, খাদ্য, বাসস্থান ও সুরক্ষা প্রদান করছে, যা তাদেরকে পথ থেকে শ্রেণিকক্ষে এবং আরও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করেছে।
পুরস্কার গ্রহণকালে আরিয়ান আরিফ বলেন, এই স্বীকৃতি শিশুদের, শিক্ষকবৃন্দের, স্বেচ্ছাসেবক, দাতা ও অংশীদারদের—যারা এমন একটি বাংলাদেশের স্বপ্নে বিশ্বাস করেন যেখানে কোনো শিশু পিছিয়ে পড়ে না— আমরা লিখতে চাই শুধু শিশু মুছে দিতে চাই পথশিশু। তিনি আরও বলেন, “এই সম্মান আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করেছে—যতদিন না প্রতিটি পথশিশু শিক্ষা, খাদ্য ও সকল মানবিক অধিকার পায়, ততদিন আমরা কাজ করে যাব।”
TOYP প্ল্যাটফর্মের মাধ্যমে JCI বাংলাদেশ এমন নেতৃত্বকে স্বীকৃতি দেয়, যাদের অবদান সীমান্ত ছাড়িয়ে পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। আরিয়ান আরিফের এই নির্বাচিত হওয়া শিশুর অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটি-নির্ভর উদ্যোগগুলোর ক্রমবর্ধমান জাতীয় ও বৈশ্বিক স্বীকৃতিকে তুলে ধরে।

মজার ইশকুল সম্পর্কে
মজার ইশকুল একটি যুব-নেতৃত্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান, যা শিক্ষা, খাদ্য, সুরক্ষা, আশ্রয় ও ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় নিবেদিত এবং যারা একটি পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে।
