odommobangladesh@gmail.com Banani, Dhaka

মজার ইশকুল :: Mojar School – এর ১ ( এক ) যুগ

মজার ইশকুল :: Mojar School – এর ১ ( এক ) যুগ

Share With Your Friends

 

মজার ইশকুল :: Mojar School – এর ১ ( এক ) যুগ পদার্পনে সকল স্বেচ্ছাসেবী, কর্মকর্তা এবং শুভকাংখীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

স্থির লক্ষ্যে ১০ জানুয়ারি ২০১৩ সালে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, গর্বের সাথে বলতে পারি সে যাত্রায় আমরা অনেকটাই সফল। প্রায় ১ যুগের এই দীর্ঘ যাত্রায় সম্মুখীন হয়েছি শত চ্যালেঞ্জের কিন্তু পথ হারাইনি, পথ পাল্টে নেওয়ার চেষ্টাও করিনি একবার, কারণ আমরা জানতাম; আমরা পারব এই কন্টক পথ পাড়ি দিতে। আমাদের পাড়ি দিতেই হবে তবেই তো নিশ্চিত করা যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শঙ্কাহীন এক ভবিষ্যৎ। গড়ে উঠবে ‘পথশিশু মুক্ত বাংলাদেশ’।

সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতকল্পে দেশের জনসম্পদে পরিনত করার ভিত্তি ইতিমধ্যেই আমরা তৈরি করে ফেলেছি বলেই আমাদের বিশ্বাস, অন্তত আমাদের তথ্য উপাত্ত তাই স্বাক্ষ্য দেয়।

যে শিশু ২০১৩ সালে বর্ণ পরিচয়ে শুরু করেছিল, সে-ও এখন ক্লাস নাইনে। শুধু তাই নয়, এ বছর ১ যুগ পদার্পনে মজার ইশকুল :: Mojar School পৌঁছে যাবে পথ থেকে পরিবারের দোরগোড়ায়। মূল পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে গড়ে তুলবে দক্ষ জনবল। ২০২৪ সালের এটাই হোক মজার ইশকুল :: Mojar School এর প্রধান লক্ষ্য।

সুবিধাবঞ্চিতদের মাঝে আস্থা ছড়িয়ে দিক মজার ইশকুল :: Mojar School।

 

Leave a Reply