“It took just 12 years of persistence to be this close to seeing reality from a one-year distance”

“It took just 12 years of persistence to be this close to seeing reality from a one-year distance”

While re-checking the plans for 2025, I was also highlighting what went well in 2024 and what needs to be improved for 2025. Success has many definitions, and it varies depending on the person and time. To me, success is being able to do what I want, despite countless obstacles. Continuous improvement is also a form of success; I call it the ‘Plus One (+1) Initiative,’ which means doing just a bit better than before.

In life, staying dynamic requires various elements; even with strong willpower and skills, constant comparison with others can make you feel like a failure. By ‘comparison,’ I mean with those who are ahead, as no one inherently wishes to fall behind. People want to fully test their capabilities. Those who have a solid educational foundation, supportive environments, and a positive ecosystem—where they learn by observing—have a better chance of moving forward. However, for those who don’t have these resources, it’s essential to keep trying and never give up.

Professor Abdullah Abu Sayeed once wrote in an article, “Run, but learn to stop.” Yet, we often have a strong reluctance to stop.

This might be turning into a long essay, but Mojar School is an organization that has no record of making sudden leaps forward, nor of coming to a halt. It moves at a steady pace, consistently.

In designing the momentum for 2025, I realized we’ve now moved from 2023 to October 2024. In other words, we’re in the home stretch with November and December remaining. Comparing 2023 to 2022, we maintained a similar pace. The year 2024 has been different and challenging post-COVID. With elections at the end of 2023 and beginning of 2024, and anti-discrimination student movements in July-August 2024, it’s been one of the toughest years for local fund-based organizations like ours, a true struggle for survival. Yet, we haven’t lost our way. Although some plans failed, which affected team-specific goals, we’ve managed to protect our core goals. There’s room for improvement here, and in 2025, we aim to succeed in these areas.

Throughout its 12-year journey, Mojar School believes in focusing on enhancing the quality of work from the previous year rather than causing a stir with brand-new, innovative activities every year. Good quality means a higher chance of sustainability, and sustainable quality means greater impact.

An organization is a refuge for many people—a medium for fulfilling the dreams of thousands of children, a tool for changing lives. Excessive experimentation doesn’t suit us. We focus more on meeting needs, being there in times of necessity, building trust, and reliability over fulfilling personal wishes.

For all of 2025, we aim to significantly improve the quality of all our work. By 2032, Mojar School will be 20 years old, and in 2025, our students will take the SSC exams for the first time. We must secure their future. Starting in 2026, along with good academic results, our supporters will eagerly look to Mojar School for updates on how well these children are doing in the battle of life.

Ending this with joy, the dream of 2013 is becoming a reality in 2025—just one year away. It took only 12 years of dedication to reach this close to the dream.

Bangla Version

“এই ১ বছর দূর থেকে বাস্তবতা দেখতে মাত্র ১২ বছর লেগে থাকতে হয়েছে।”

.

২০২৫ সালের পরিকল্পনা রি-চেক করছিলাম, সাথে ২০২৪ সালে কি কি ভাল ছিল আর ২০২৫ সালে কি কি ভালো করতে হবে সেটা বোল্ড করছিলাম।

সফলতার নানান সংজ্ঞা হয়, ব্যক্তি আর সময়ের ভেদে এটা পাল্টেও যায়। আমার কাছে যা করতে চাই, শত বাঁধা স্বত্বেও যদি তাই করা যায় সেটাই সফলতা। আবার ধারাবাহিক উন্নতিও সফলতা, এটা আমি (“প্লাস ওয়ান +1 ইনিশিয়েটিভ ) বলি, মানে হচ্ছে আগের থেকে একটু ভালো।

জীবনের চলতি পথে নিজেকে গতিময় রাখতে নানান উপাদান লাগে, শুধু মনোবল, দক্ষতা কাঙ্ক্ষিত সকল ফল পাওয়ার পরও অন্যের সাথে তুলনায় গেলে নিজেকে চরম ব্যর্থ মনে হতেই পারে। এই তুলনা বলতে আমি যারা এগিয়ে আছে তাদের বুঝিয়েছি, কারন মানুষ মাত্রই পিছনে যেতে চায় না। নিজের স্বক্ষমতার পুরোটা সে যাচাই করতে চায়। পড়াশোনা , বেড়ে উঠার পরিবেশ, একটা ভালো ইকো-সিস্টেম যেখানে অনেক কিছুই দেখে শেখা যায়, তারা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকার চান্স বেশী পাবে এটা মেনে নিয়েই যারা এই গুলো কিছুই পায়নি তাদের চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একটা আর্টিকেলে লিখেছেন, “দৌড়াও, কিন্তু থামতে শেখো” । যদিও আমাদের থামতে শেখার তীব্র অনীহা।

রচনা লম্বা হয়ে যাচ্ছে, মজার ইশকুল :: Mojar School এমন একটা প্রতিষ্ঠান যার হুট করে লাফ দিয়ে বড় হওয়ার রেকর্ড নাই, হুট করে থামিয়ে দেয়ার রেকর্ডও নাই। একটা মাঝারি মানের গতিতে চলে । চলতেই থাকে।

তো, ২০২৫ সালের গতি প্রবাহ ডিজাইন করতে গিয়ে দেখলাম। ২০২৩ সালকে আমরা ২০২৪ সালের অক্টোবরের পার করেছি। মানে নভেম্বর আর ডিসেম্বর দুই মাস এগিয়ে থাকার পালা। ২০২২ সালের সাথে তুলনা করে ২০২৩ সালেও একই গতি ছিল।

২০২৪ সালটা করোনার পর ভিন্ন এবং চ্যালেঞ্জিং ছিল। ২০২৩ এর শেষ আর ২০২৪ প্রথমে নির্বাচন। জুলাই – আগষ্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের মত লোকাল ফান্ড বেজ অর্গানাইজেশনের জন্য কঠিনতম বছর ছিল, টিকে থাকার লড়াইয়ে। তবুও আমরা পথ হারাইনি, অর্জনের পাশাপাশি কিছু পরিকল্পনা ব্যর্থ হয়েছে, মুল গোলে ব্যাঘাত না ঘটালেও টিম ভিত্তিক অনেক গোল যা আমরা ২০২৩ সালে প্রথম করেছিলাম তার অর্জন খুব বেশী না, এখানে উন্নতির অনেক জায়গা আছে। যা ২০২৫ অবশ্যই আমরা সফল হতে চাইবো।

১২ বছরের পথচলায়, মজার ইশকুল প্রতি বছর নতুন আর ইনোভেটিভ কিছু করে হইচই ফেলে দেয়ার থেকে আগের বছরের থেকে এই বছরের কাজের মানের উন্নয়ন নিয়ে নিবিড় ভাবে কাজে মনোযোগ দিতে বেশী বিশ্বাসী, মান ভাল মানেই সেটা টিকে যাওয়ার সম্ভাবনা বেশী। টেকসই মানে এর ইমপ্যাক্ট অনেক।

একটা প্রতিষ্ঠান, অনেক মানুষের আশ্রয়। কয়েক হাজার শিশুর স্বপ্ন পুরণের মাধ্যম, জীবন পাল্টে দেয়ার হাতিয়ার, খুব বেশী এক্সপেরিমেন্ট করা আমাদের মানায় না।

নিজের ইচ্ছাকে গুরুত্ব দেয়ার থেকে প্রয়োজনে পাশে থাকা, প্রয়োজন মেটানো আর ভরসা, আস্থা তৈরির দিকেই বেশী নজর দিতে হয়।

পুরো ২০২৫ সাল জুড়ে নিজের সব গুলো কাজের মান উল্লেখযোগ্য ভাবে উন্নতি করতে চাই আমরা। ২০৩২ সালে মজার ইশকুলের বয়স ২০ বছর হবে, ২০২৫ সালে প্রথম এসএসসি পরীক্ষা দিবে, সবার চাকরি নিশ্চিত করতে হবে। ২০২৬ সাল থেকে ভালো ফলাফলের পাশাপাশি, কতজন জীবন যুদ্ধে ভালো করছে সে আপডেট পেতে শুভাকাঙ্ক্ষীরা তাকিয়ে থাকবে মজার ইশকুলের দিকে।

আনন্দ নিয়ে লেখাটা শেষ করছি, ২০১৩ সালের স্বপ্ন ২০২৫ সালে এসে বাস্তব হচ্ছে, জাষ্ট ১ বছর দূরে, এই ১ বছর দূর থেকে বাস্তবতা দেখতে মাত্র ১২ বছর লেগে থাকতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *