odommobangladesh@gmail.com Banani, Dhaka

অদম্য তারুণ্য  এবং Sponsor A Child – এর একটি গল্প

অদম্য তারুণ্য  এবং Sponsor A Child – এর একটি গল্প

Share With Your Friends

অদম্য তারুণ্য  এবং Sponsor A Child – এর একটি গল্প।

Munaiza Feroza Sheikh & Ayra Quazi দুই বোন। যারা ছোটবেলা থেকেই সেচ্ছাসেবী হিসেবে নানান কাজ করেছেন। তাদের এ আগ্রহ জন্মানোর পেছনে তাদের মা এবং বাবা সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন, যারা নিজেরাও রোটারি ক্লাবের আওতায় নানান ধরণের সেচ্ছাসেবক কর্মসূচিতে অংশ নেন।

ইউনিসেফ এর ২০২২ সালে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে যে বর্তমানে বাংলাদেশে পথশিশুর সংখ্যা ৯ লাখ এর উর্ধে যা ২০২৪ সালে ১৬ লাখ ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে।

কিন্তু আশার আলো এই যে, আমাদের দেশের Munaiza & Ayra এর মত তরুণ প্রজন্মের এক দল এ বিষয়ে সোচ্চার। যারা সকল শিশুর সমান অধিকার বিষয়ে শুধু বিশ্বাস-ই পোষণ করে না বরং তা প্রতিষ্ঠার জন্য কাজ-ও করে যাচ্ছেন।

Munaiza & Ayra উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু তার আগে মা’র সাথে পরামর্শ করে মজার ইশকুল-এর স্পন্সর অ্যা চাইল্ড প্রোগ্রামের আওতায় দু’জন শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন।

মজার ইশকুল সুবিধাবঞ্চিত শিশুদের মান-সম্মত শিক্ষা এবং নিরাপদ ভবিষ্যত তৈরীর কল্পে কাজ করে যাচ্ছে বিগত 11 বছর যাবত।

শিক্ষা এবং দক্ষতা সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘমেয়াদী সমস্যার টেকসই সমাধান দিতে সক্ষম। আর এ বিশ্বাসের জের ধরেই Munaiza & Ayra তাদের জমানো টাকা বিদেশে যাবার আগে দু’জন শিশুর ১৫০০ টাকা করে সারা বছরের শিক্ষার জন্য ডোনেট করেন।

মজার ইশকুল-এর পক্ষ থেকে সেই সকল অভিভাবক এবং অদম্য তরুণদের ধন্যবাদ।

তারুন্যই পারে শিশু বৈষ্ণম্য দূর করে পথ শিশু মুক্ত বাংলাদেশ তৈরী করতে।

English Title: A story of indomitable youth and Sponsor A Child.

Munaiza Feroza Sheikh & Ayra Quazi are two sisters. From childhood they were very conscious about child justice and worked as volunteers for betterment of the society. The inspiration they got from their parents as they are also involved in various social developmental works under the Rotary Club.

In 2022, UNICEF published a study which clearly mentioned, the number of street children in Bangladesh is currently over 9 lakh, which is likely to exceed 16 lakh within 2024.

But the hope is that a group of young generations like Munaiza & Ayra of our country, are vocal as well as working hard for children’s equality.

Munaiza & Ayra are going abroad to pursue higher studies. But before going abroad they decided to take education responsibility of two underprivileged children by joining with Sponsor a Child program of মজার ইশকুল. They firstly knew about this initiative from their parents.
মজার ইশকুল has been working for 11 years to make street child free Bangladesh. They are providing quality education and skills among underprivileged children so that in the long run they can save their future.

Education and skills can bring sustainable solutions in the long run. And because of this belief, Munaiza & Ayra donated their savings before going abroad.For being a sponsor guardian a sponsor needs to donate 1500 taka per month. They donate for a year.

Thank you to all those parents and indomitable youngsters on behalf of মজার ইশকুল. Only the youth can eliminate child poverty and create a child-free Bangladesh.

Leave a Reply