যে কোন দিন রিকশা চালায়নি, তাকে একটা রিকশা নিলে দিলেন যাকাতের টাকায় – সেটা অপচয় হওয়ার চান্স বেশী । আবার কেউ কোন দিন ছোট ব্যবসা করেননি এমন কাউকে ব্যবসার জন্য যাকাতের টাকা দিলেন, কোন কিছু না হওয়ার চান্স সব থেকে বেশী।
যাকাতের টাকা সঠিক মানুষ, যে মুসলিম হকদার এবং যাকাতের টাকা কাজে লাগিয়ে নিজের জীবনে পরিবর্তন আনতে পারবে এমন কাউকে দেয়া উচিৎ।
বিগত ১১ বছরের মজার ইশকুল :: Mojar School এর অভিজ্ঞতায় আমরা এমন শত পরিবার নিশ্চিত করেছি যারা ১ টি রিকশাকে ২ টি রিকশা, দুটি ছাগল থেকে ৬-৮টি ছাগলে পরিণত করেছে। অল্প পুজির ভ্যানের ব্যবসা দোকানের ব্যবসায় রুপান্তর করেছে।
কিভাবে এটা সম্ভব করেছি?
আমরা কিছু কিনে দিয়েই ছেড়ে দেই না, সারা বছর মনিটরিং করি। ছাগল কিনে দিলে ফ্রি চিকিৎসা নিশ্চিত করি পশু চিকিৎসক দিয়ে, রিকশা কিনে দিলে গ্যারেজের মালিকের সাথে যোগাযোগ তো রাখিই সাথে মাসিক ভিত্তিক মিটিং করি, সমস্যাশুনি সমাধান দেই।
এভাবেই বিগত ১১ বছর ধরে রাজধানী ঢাকায় ও প্রান্তিক অঞ্চলের মানুষ ভোলায় আমরা নিবিড় ভাবে কাজ করছি। বিস্তারিত লিংকে ।
https://odommobangladesh.org.bd/donate-zakat/
#Zakat #Sadaqa #MojarSchool #ramadan2023
https://odommobangladesh.org.bd/2023/04/03/11-years-experinced-org-mojar-school/
Leave a Reply