odommobangladesh@gmail.com Banani, Dhaka

স্বাধীনতার ৫২ বছর উদযাপন করলো মজার ইশকুলের শিক্ষার্থীরা

স্বাধীনতার ৫২ বছর উদযাপন করলো মজার ইশকুলের শিক্ষার্থীরা

Share With Your Friends

স্বাধীনতার ৫২ বছর উদযাপন করলো মজার ইশকুলের ।শিক্ষার্থীরা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা শিশুদেরকে সামনে এগিয়ে নিতে কাজ করছে মজার ইশকুল। তারি ধারাবাহিকতায় শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে মজার ইশকুলে পড়ার সুযোগ পাচ্ছে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত।

আমাদের শিশুরা যেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানে এবং স্বাধীনতাকে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সবগুলো স্কুলে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের নানা রকম অনুষ্ঠান।

ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী দিবসটি উদযাপন করে আমাদের শিশুরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আর একটি শিশুও যেন তার অধিকার বঞ্চিত না হয়। আর একটি শিশুও যেন তার মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয় স্বাধীনতা দিবসে এই হোক আমাদের প্রত্যাশা এবং প্রতিজ্ঞা।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

 

 

52 years of independence were celebrated broadly by the children of Mojar School. Mojar School has been working with the spirit of the liberation war and freedom to bring sustainable positive change to underprivileged children. Children are studying full free of cost at Mojar School.

All the branches of Mojar School organize various activities so that children can learn the true history of independence and celebrate the day with full freedom.

The day is celebrated through sports competitions, painting competitions, essay writing competitions, quiz competitions and cultural events. Prizes are distributed among the participants and winners of the competition.

May this be our hope and pledge on Independence Day that not a single child should be deprived of his or her rights and basic needs.

Happy Independence Day to all.

https://odommobangladesh.org.bd/2023/03/26/52th-independence-day-mojar-school/

Leave a Reply