odommobangladesh@gmail.com Banani, Dhaka

পরিবর্তনের জন্য, “ঈদ উৎসব” – মজার ইশকুল ঈদ উৎসব ২০২৩, সিজন ১১

পরিবর্তনের জন্য, “ঈদ উৎসব” – মজার ইশকুল ঈদ উৎসব ২০২৩, সিজন ১১

Share With Your Friends

এক দিনের ঈদের ড্রেস দেয়ায় হয়তো কোন বড় পরিবর্তন আসবে না, কিন্তু সেই একদিনের ড্রেস যদি সেই শিশুকেই দেয়া হয় যাকে বিগত ১০ বছরের দিয়ে আসছেন, তাহলে সেটা কিন্তু নিশ্চিত পরিবর্তন। যে ” ক খ গ ঘ” পড়তে পারতো না, সে এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

গত ১১ বছর ধরে মজার ইশকুল বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। একজন পথশিশুকে রাস্তা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতেই এই কাজ। আমাদের প্রচেষ্টার অংশ হিসাবে, আমরা প্রতি বছর একটি “ঈদ উৎসব” আয়োজন করি, যেখানে আমরা এই শিশুদের জন্য নতুন ড্রেস দিই, আমরা এমন শিশুদেরই দিয়ে থাকি যাদের জন্য ঈদের শপিং করা প্রায় অসম্ভব।

এই বছর, আমরা আবার টানা এগার বারের মতো “মজার ইশকুলঃ ঈদ উৎসব, সিজন-১১” জন্য প্রস্তুতি নিচ্ছি। যেখানে আমরা ১০০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে পৌঁছে দিতে চাই ঈদ আনন্দ, ঈদের খুশি। আমরা প্রস্তুত নিচ্ছি এখন প্রয়োজন আপনাদের পাশে থাকা। যেখানে আপনি অবদান রেখে এই শিশুদের জীবনে একটি পরিবর্তনে পথে পাশে থাকবেন। আময়াদের প্রতিটি ডোনেশন যতই ছোট হোক না কেন, একটি বড় প্রভাব ফেলবে শিশুদের জীবনে এবং শিশুর মুখে হাসি আনবে। আমাদের এই আয়োজন গুলো এই শিশুদের স্বপ্ন দেখায় বড় হতে, স্বপ্ন দেখায় রাস্তা থেকে সুস্থ জীবনে ফিরতে।

আমরা আপনাকে এগিয়ে আসার আহব্বান জানাচ্ছি। একজন শিশুর ঈদ আনন্দের জন্য প্রয়োজন মাত্র ১০০০ টাকা। আসুন এই শিশুদের জন্য এই ঈদ উদযাপনকে স্মরণীয় করে তুলি। আপনার অবদান চিরতরে তাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারে।

কি কি থাকে এই ১,০০০ টাকায়?
ছেলেদের – শার্ট, জিন্স প্যান্ট, বেল্ট, চশমা, ঘড়ি আর মেয়েদের – ফ্রক, টাইটস, মেকাপ বক্স, চশমা, ঘড়ি ।

বিস্তারিত – https://cutt.ly/J7epIgE

  1. Mojar School Eid Festival 2022 – https://www.youtube.com/watch?v=Jw4IT3sI7dw
    2. Mojar School Eid Festival 2021 – https://www.facebook.com/mojarschool2013/videos/2508846855927806
    3. Mojar School Eid Festival 2020 – https://www.youtube.com/watch?v=I46U_c0H73U
    4. Mojar School Eid Festival 2019 – https://www.youtube.com/watch?v=3VPS4OuhjDU
    5. Mojar School Eid Festival 2018 – https://www.youtube.com/watch?v=36zPYMHF-24
    6. Mojar School Eid Festival 2017 – https://www.youtube.com/watch?v=KcyA_2CLEW4
    7. Mojar School Eid Festival 2016 – https://www.youtube.com/watch?v=hqF7t3LQcBA
    8. Mojar School Eid Festival 2015 – https://www.youtube.com/watch?v=JmguVRMNpM8
    9. Mojar School Eid Festival 2014 – https://www.youtube.com/watch?v=7v0aB3wdHjc
    10. Mojar School Eid Festival 2013 – https://www.youtube.com/watch?v=6UUPErNHLN0

https://odommobangladesh.org.bd/2023/04/03/eid-utsob-2023-season-11/

Leave a Reply